নিজস্ব প্রতিনিধি:
রাজ্যে জুড়ে দল বদলের পালা জারি রয়েছে। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার টাকারজলা
আমতলী পাড়া এলাকায় ১৭ পরিবারের ৫৮ জন ভোটার তিপ্রা মথা দল ত্যাগ করে শাসক দল বিজেপি’তে
যোগদান করেন। এদিন টাকারজলা বিজেপি মন্ডলের উদ্যোগে আমতলী পাড়া এলাকায় এক উঠান সভার
আয়োজন করা হয়। সভা শেষে বিজেপি দলের কাজকর্মে অনুপ্রাণিত হয়ে তিপ্রা মথা দল ত্যাগ করে শাসক দল বিজেপি’তে যোগদান করার আগ্রহ প্রকাশ
করেন ১৭ পরিবারের ৫৮ জন ভোটার। সভায় উপস্থিত মন্ডল সভাপতি নির্মল দেববর্মা নবাগতাদের
বিজেপি দলে বরণ করে নেন।
AKB TV News
04.03.2025