নিজস্ব প্রতিনিধি:
৪ঠা মার্চ দলীয় পতাকা উত্তোলনের
মধ্য দিয়ে IPFT’র ১৬ তম প্রতিষ্ঠা দিবস পালন করল দলের নেতৃত্বরা। এদিন রাজধানীর সুপারি
বাগানস্থিত দশরথ দেব স্মৃতি ভবনে আয়োজিত প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে প্রথমে পতাকা উত্তোলন
করেন দলের সভাপতি প্রেম কুমার রিয়াং। উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক তথা মন্ত্রী শুক্লাচরণ
নোয়াতিয়া সহ দলের অন্যান্য নেতৃত্বরা। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আমাদের IPFT দলের
শুরু থেকেই একটি দাবি ছিল। অন্যান্য দলের মত ১৪- ১৫ বা ২০ দফা দাবি নিয়ে দল প্রতিষ্ঠিত হয়
নি। একটি দাবি নিয়েই প্রয়াত এন সি দেব্বর্মার নেতৃত্বে দল প্রতিষ্ঠিত হয়েছিল। দাবি
ছিল যে, স্ব-শাসিত জেলা পরিষদকে আমাদের ভারতের সংবিধান মোতাবেক আর্টিকেল -২ ও আর্টিকেল-৩
ধারায় পুর্নাঙ্গ রাজ্য গঠন করা। আমাদের দলের একটা আইডোলজি আছে বলে মন্ত্রী জানান।
AKB TV News
04.03.2025