আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কমিউনিটি হল নির্মাণ কাজ পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি: 

    বৃহস্পতিবার এ এম সি’র ৪৯ নং ওয়ার্ড এলাকায় বিভিন্ন নির্মাণ কাজ খতিয়ে দেখলেন মেয়র  দীপক মজুমদার। এদিন মেয়রের সাথে ছিলেন কমিশনার শৈলেশ কুমার যাদব, ডেপুটি মেয়র  মনিকা দাস দত্ত, বিধায়িকা মিনা রানি সরকার ও স্থানীয় কাউন্সিলর হরিসাদন দেবনাথ সহ পুর নিগমের অন্যান্য কর্মকর্তারা। বিভিন্ন কাজ ক্ষতিয়ে দেখার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র বলেন, পুর নিগমের অন্তর্গত ৪৯ নং ওয়ার্ডে একটি কমিউনিটি হল তৈরি করা হচ্ছে। ২০১৫ সালে কাজটি বন্ধ হয়ে গিয়েছিল। এরপর এম এস সি’র মেম্বার ও স্থানীয় কাউন্সিলরের তৎপরতায় এলাকাবাসীর চাহিদা ও প্রয়োজনের বিষয়টি মাথায় রেখে পুনরায় কমিউনিটি হল নির্মাণ কাজ শুরু হয়েছে।কাজটি খুব দ্রুতগতিতে ও সুন্দর ভাবে চলছে বলে তিনি জানান।



    AKB TV News

    20.03.2025 

     


    3/related/default