নিজস্ব প্রতিনিধি:
আগরতলা শহরের বিভিন্ন স্কুল, কলেজের সামনে গজে উঠা নেশা পাচারকারীদের আখড়া বন্ধ করার উদ্যোগ নিয়ে মাঠে নেমেছে পূর্ব থানার পুলিশ। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৩৬ গ্রাম হেরোইন, মোবাইল ও নগদ টাকা সহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে পূর্ব থানার পুলিশ।তারা সকলেই নেশা সামগ্রী বিক্রি করে।উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য আনুমানিক চার লক্ষ টাকা হবে।বুধবার তাদেরকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হয় বলে জানান পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি।
AKB TV News
05.03.2025