আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দেরাদূন সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী।। প্রধানমন্ত্রী যোগ দেন একাধিক কর্মসূচিতে।।AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধি:

    বৃহস্পতিবার সকালে দেরাদূন সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন দেরাদূনের জলি গ্রান্ট বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। এদিন মুখ্যমন্ত্রী ধামি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা, শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যিনি তাঁর উদ্যমী নেতৃত্ব এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেবভূমি উত্তরাখণ্ডের উন্নয়নকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন l দেশের উন্নতির একজন মহান অন্বেষণকারী, দেরাদূনে তাঁর আগমনে তাঁকে আন্তরিকভাবে স্বাগত ও অভিনন্দন জানানো হয়েছে।”এদিন উত্তরাখণ্ডের হারসিলে আয়োজিত কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দেন। হারসিলে ট্রেক ও বাইক র‌্যালির সূচনা করেন প্রধানমন্ত্রী এবং হারসিলে একটি জনসমাবেশেও ভাষণ দেন তিনি।এদিন উত্তরাখণ্ডের হারসিলের মুখওয়ায় মা গঙ্গার পূজার্চনা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা l



    AKB TV News

    06.03.2025  

     

    3/related/default