নিজস্ব প্রতিনিধি,
2025 সালের নভেম্বর মাস থেকে বাংলাদেশের এক জেলে ছয় মাস কারাবন্দি থাকার পর ইসকনের প্রাক্তন নেতা ও হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছে আদালত বুধবার। তার গ্রেপ্তারি গত বছর ভারত-বাংলাদেশ সম্পর্কের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছিল। দুই বিচারপতির বেঞ্চ এদিন শুনানির পর তাঁর জামিন মঞ্জুর করেছে। এদিকে, তার আইনজীবী প্রহ্লাদ দেবনাথ জানান, যদি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের রায় স্থগিত না করে, তাহলে চিন্ময় কৃষ্ণ দাস খুব শীঘ্রই কারাগার থেকে মুক্তি পাবেন। প্রসঙ্গত, চিন্ময় কৃষ্ণ দাসকে ২০২৪ সালের ২৫সে নভেম্বর ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেপ্তার করেছিল। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা এবং বাংলাদেশের জাতীয় পতাকার অসম্মানের অভিযোগে মামলা করা হয়েছিল বলে জানা গেছে l
Akb tv news
30.04.2025