নিজস্ব প্রতিনিধি,
রবিবার দেশজুড়ে সাড়ম্বরে পালিত হল রামনবমী। এদিন সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয় রামনবমী পালনের প্রস্তুতি। আর সেই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘প্রভু শ্রী রামের আশীর্বাদ সর্বদা আমাদের উপর থাকুক এবং আমাদের সকল প্রচেষ্টায় পথ দেখাক।’ উল্লেখ্য, রামনবমী উপলক্ষে রামলালার বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়। পাশাপাশি, রামনবমী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের প্রথম ‘ভার্টিকাল লিফট’ সেতু উদ্বোধন করতে চলেছেন। সেই কথাও পোস্টের মাধ্যমে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
Akb tv news
06.04.2025