নিজস্ব প্রতিনিধি,
লোকসভা ও রাজ্যসভায় পাশ হওয়ার পর এবার ওয়াকফ সংশোধনী বিলে সাক্ষর করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর সাক্ষরের সঙ্গে সঙ্গেই আইনে পরিণত হল এই বিলটি। বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও গত বৃহস্পতিবার লোকসভা ও শুক্রবার রাজ্যসভায় পাশ হয় ওয়াকফ সংশোধনী বিল। এরপর নিয়ম অনুযায়ী বিলটি পাঠানো হয়েছিল রাষ্ট্রপতি ভবনে। শনিবার এই বিলে সাক্ষর করলেন রাষ্ট্রপতি। মাত্র তিন দিনেই আইনে পরিণত হল মোদি সরকারের আনা ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৫। গত ২রা এপ্রিল লোকসভায় পেশ করা হয়েছিল ওয়াকফ সংশোধনী বিল। যেখানে মধ্যরাত পর্যন্ত চলে বিতর্ক। এরপর ভোটাভুটিতে ২৮৮ ভোটে পাশ হয়ে যায় বিলটি। বিপক্ষে ভোট পড়ে ২৩২টি। এদিকে, রাজ্যসভাতেও ১৩ ঘণ্টা বিতর্ক চলার পর বিলের পক্ষে ভোট দেন ১২৮ জন, বিপক্ষে ভোট পড়ে ৯৫টি। উভয় কক্ষে পাশ হওয়ার পর তা পাঠানো হয়েছিল রাষ্ট্রপতির কাছে। দ্রৌপদী মুর্মুও শনিবার অনুমোদন দিয়ে দেন বিলে।
Akb tv news
06.02.2025