Type Here to Get Search Results !

আমাদের স্বাধীন ভারত । কবিতা । মনজিৎ সূত্রধর । আরশিকথা

আমাদের স্বাধীন ভারত


আজ থেকে প্রায় দুইশত বছর আগের কথা।                  

ভারতবাসী ভুগেছিল নানা রকম ব্যথায়।

ইংরেজরা শাসনের নামে শোষণ করে গেল ।                  

ভারতবর্ষের বঙ্গবাসীরা অত্যাচারিত হল।

ইংরেজদের অতিথি ভেবে দেশে দিয়েছে আশ্রয়। 

ওরাই শেষে দেশবাসীর ঘর করেছে নিরাশ্রয়। 

তাই তো এই ভারতবাসী হয়েছে কঠোর দিন দিন। 

ইংরেজদের সাথে যুদ্ধ বিরাম চালায় প্রতিদিন।

দিন নেই রাত নেই ,নেই তাদের ঘুম। 

দেশ যুদ্ধে হার মানতে নেই তাদের হুকুম। 

স্বাধীন ভারত গড়ে তুলতে অনেক যুদ্ধ ঘটেছিল।

সেই যুদ্ধে বহু লোকের প্রাণ দিতে হয়েছিল।

মহান যোদ্ধা নেতাজি থেকে শুরু করে মহাত্মা গান্ধী। 

সাধারণ মানুষ হার মানতে শিখেনি কোন শান্তি। 

সেই যুদ্ধে ভারতবাসীর বিজয়ের সুর হয়েছিল। 

১৯৪৭ সালে ১৫ই আগস্ট স্বাধীন ভারত গঠন হয়েছিল। 

ইংরেজরা পরাজিত হয়ে নিজ দেশে ফিরল। 

ভারত মায়ের স্লোগান দিয়ে সেনারা ঘরে এল। 

তাইতো আমাদের ভারত বর্ষ হল স্বাধীন দেশ। 

হিংসে নিন্দা দ্বেষ ভুলে মহান মোদের দেশ।


মনজিৎ সূত্রধর

নবম শ্রেণি

ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির 


আরশিকথা পাঁচমিশেলি


ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

২০ এপ্রিল ২০২৫



 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.