আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    এবার ‘মহাভূমিকম্প’ ও বিধ্বংসী সুনামির আশঙ্কা প্রকাশ করল জাপান সরকার।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    গত শুক্রবার সকালে মায়ানমারে জোড়া ভূমিকম্প অনুভূত হয়েছিল। মায়ানমারের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৭০০-র অধিক পৌঁছে গিয়েছে। এখনও মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। যতই উদ্ধারকাজ এগোচ্ছে ততই ধ্বংসস্তূপের ভিতর থেকে উদ্ধার হচ্ছে একের পর এক নিথর দেহ। এবার ‘মহাভূমিকম্প’ এবং বিধ্বংসী সুনামির আশঙ্কা প্রকাশ করল জাপান। সেই ভয়ংকর দুর্যোগে ৩ লক্ষ পর্যন্ত মানুষ মারা যেতে পারে বলেই দাবি।জাপান সরকারের এক নতুন রিপোর্টেই এই ‘প্রলয়ে’র আশঙ্কা প্রকাশ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ‘নানকাই ট্রফ’ নামে সমুদ্রের তলদেশের এক এলাকা সেই শক্তিশালী ভূমিকম্পের উৎস হবে। এর ফলে লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর পাশাপাশি ১.৮১ ট্রিলিয়ন মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হতে পারে।প্রসঙ্গত, গত বছরই দক্ষিণ জাপানে এক ভূমিকম্পে রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.১। সেবারও ভয়াবহ বিপর্যয়ের কথা বলা  হয়েছিল। কিন্তু আশঙ্কার থেকে কমই ছিল মাত্রা।তবে নয়া রিপোর্টে দাবি, এবারের ভূমিকম্পের মাত্রা হবে আরও অনেকটা বেশি। অবিকল আন্দাজ করা সম্ভব নয়। তবু যদি রিখটার স্কেলে সেই মাত্রা থাকে ৯-এর বেশি সেক্ষেত্রে সর্বোচ্চ ১২ লক্ষেরও বেশি মানুষ ঘরছাড়া হতে পারেন। যা জাপানের জনসংখ্যার ১০ শতাংশ। যদি ওই কম্পন রাতের দিকে নৈশভোজের সময় হয় সেক্ষেত্রে ২ লক্ষ ৯৮ হাজার মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে বলে রিপোর্টে দাবি করা হয়েছে।

         

    Akb tv news  

    03.04.2025


    3/related/default