নিজস্ব প্রতিনিধি,
রাজ্যের
জনগণের স্বাস্থ্য পরিসেবার মানোন্নয়নে বদ্ধ পরিকর বর্তমান রাজ্য সরকার। আর সেদিকে
লক্ষ্য রেখেই কাজ করে চলেছে সরকার। এরই অঙ্গ হিসেবে রাজধানীতে এবার সিভিল হাসপাতাল
নির্মাণ করা হবে। রাজধানীর জেকসন গেইট এলাকায় এই হাসপাতাল নির্মাণ করা হবে। বৃহস্পতিবার
এক অনুষ্ঠানের মাধ্যমে এই হাসপাতালের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পুর নিগমের কমিশনার
শৈলেশ কুমার যাদব ও স্বাস্থ্য দফতরের অধিকর্তা সহ আরও অনেকে। এদিন সংবাদ মাধ্যমের
মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের গাইড লাইন অনুসারে রাজধানীতে
৫০ শয্যা বিশিষ্ট সিভিল হাসপাতাল নির্মাণ করা হবে। এই হাসপাতালের সুবিধা
রাজধানীবাসী তো পাবেই, এরসঙ্গে আগরতলা শহরে যে সকল ব্যবসায়ীরা আছেন, তারাও এই
সুবিধা পেতে পারেন। তাদের আর জিবি বা আই জি এম যাওয়ার দরকার হবে না বলে তিনি
জানান।
Akb tv news
03.04.2025