নিজস্ব প্রতিনিধি,
পোপ ফ্রান্সিসের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভ্যাটিকান সিটির উদ্দেশ্যে রওনা হয়েছেন। তাঁর সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু; সংখ্যালঘু বিষয়ক ও মৎস্য, পশুপালন ও দুগ্ধ প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ান; এবং গোয়া বিধানসভার ডেপুটি স্পিকার জোশুয়া ডি সুজা। শুক্রবার সকালেই ভ্যাটিকান সিটির উদ্দেশ্যে রওনা হয়েছেন তাঁরা। অন্যদিকে, লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী পোপ ফ্রান্সিসের মৃত্যুতে আন্তরিক শোক প্রকাশ করতে নতুন দিল্লিতে অ্যাপোস্টলিক নানসিএচার পরিদর্শন করেন। সফরকালে, তিনি ভারত ও নেপালের অ্যাপোস্টলিক নানসিও আর্চ বিশপ ডঃ লিওপোল্ডো গিরেলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
Akb tv news
25.04.2025