আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক চুরি।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    ফের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। চোরেরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দরজা  ভেঙে চুরির ঘটনা সংঘটিত করে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মেলাঘর ইন্দিরা নগর দক্ষিণ পাড়া অঙ্গনওয়াড়ী কেন্দ্রে।বৃহস্পতিবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসে। সকালে এই কেন্দ্রের হেল্পার এসে দেখেন দরজায় তালার জায়গায় তালা রয়েছে, কিন্তু দরজা ভাঙ্গা। এরপর তিনি ভিতরে ডুকে দেখেন গ্যাস সিলিন্ডার, চুল্লি থেকে শুরু করে বাসনপত্র সবকিছু উধাও। তখন তিনি ঘটনাটি আচ করতে পেরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমনিকে খবর দেন। খবর পেয়ে তিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছুটে যান এবং উর্ধতন কর্তৃপক্ষকে ঘটনাটি জানান। ঘটনাটি স্থানীয় থানায়ও জানানো হয়েছে বলে জানা গেছে।


    Akb tv news 

    24.04.2025


    3/related/default