নিজস্ব প্রতিনিধি,
মঙ্গলবার কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার ঘটনা এক সপ্তাহ অতিক্রম করেছে। ভূস্বর্গে বেড়াতে যাওয়া নিরীহ পর্যটকদের উপর জঙ্গিদের বুলেট বৃষ্টির ক্ষত এখনও টাটকা দেশবাসীর মনে। এই পরিস্থিতিতে সন্ত্রাস দমনে জাতীয় ঐক্যের বার্তা দেওয়া জরুরি এবং নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানোর সময় বলে মনে এমনটাই মনে করছেন কংগ্রেস সভাপতি তথা বর্ষীয়ান সাংসদ মল্লিকার্জুন খাড়গে। তাই পহেলগাম ইস্যুতে সংসদের বিশেষ অধিবেশন ডাকার আবেদন জানিয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন তিনি। চিঠিতে তাঁর আবেদন, লোকসভা ও রাজ্যসভার বিশেষ অধিবেশন ডাকা হোক।
Akb tv news
29.04.2025