নিজস্ব প্রতিনিধি,
জাতীয় নিরাপত্তার তাগিদে বা নিরাপত্তা জনিত কারণে পেগাসাসের ব্যবহার মোটেও ভুল নয়, মঙ্গলবার এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে শীর্ষ আদালত আরও জানিয়েছে, পেগাসাস সংক্রান্ত সুপ্রিম কোর্ট কমিটির রিপোর্ট প্রকাশ্যে আনা যাবে না কারণ সেটি দেশের নিরাপত্তার সঙ্গে উতপ্রোত ভাবে জড়িত। পহেলগাম হামলার কথা মাথায় রেখে শীর্ষ আদালতের মত, নিরাপত্তা নিয়ে আরও বেশি সতর্ক থাকা দরকার। এব্যাপারে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের বেঞ্চ বলেছে, “বর্তমানে আমরা যে অবস্থার মধ্যে রয়েছি, তাতে আমাদের খুব সতর্ক থাকতে হবে। কোনও দেশ যদি আড়ি পাতার সফটওয়্যার ব্যবহার করে তাহলে ভুলটা কোথায়? স্পাইওয়্যার ব্যবহারে কোনও সমস্যা নেই। দেশের নিরাপত্তা নিয়ে আপোস করা যায় না। তবে হ্যাঁ, প্রশ্ন উঠতে পারে যে এই সফটওয়্যার কাদের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে। যদি আমজনতা বা কোনও বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সফটওয়্যার ব্যবহার হয় তাহলে অবশ্যই সেটা খতিয়ে দেখা হবে।
Akb tv news
29.04.2025