আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পৃথক অভিযান চালিয়ে ৪০০ ফুট সেগুন কাঠ উদ্ধার।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    চুরাইবাড়ি ফরেস্ট বিট অফিসের কর্মীরা পৃথক দুটি অভিযান চালিয়ে উদ্ধার করেছে ৪০০ ফুট সেগুন কাঠ। বেশ কিছু সময় বিরতি থাকার পর চোরাই সেগুন কাঠ উদ্ধারে সাফল্য পেল চুরাইবাড়ি বিট কর্মীরা। চুরাইবাড়ি ফরেস্ট বীটের বীট ইনচার্জ আশুতোষ মালাকারের নেতৃত্বে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে প্রায় পাঁচ লক্ষ টাকার চেরাই সেগুন কাঠ উদ্ধার করা হয়। শুক্রবার সকালে দল বল নিয়ে বীট ইনচার্জ চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের দেবু দেব ও পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের হান্নান মিয়ার বাড়ির পাশ থেকে প্রচুর পরিমাণ চেরাই সেগুন কাঠ উদ্ধার করেন। এর সাথে একটি টুকটুক সহ আরো কিছু  কাঠ উদ্ধার করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বন দপ্তর। বিট ইনচার্জ জানিয়েছেন, বনদস্যুদের বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে। 

     

    Akb tv news  

    04.04.2025


    3/related/default