আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের সর্বোচ্চ সম্মান ‘মিত্র বিভূষণ পদক’-এ সম্মানিত করল শ্রীলঙ্কা সরকার ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    আন্তর্জাতিক মঞ্চে ফের একবার শিরোপার অধিকারী হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।শনিবার তাঁকে দেশের সর্বোচ্চ সম্মান ‘মিত্র বিভূষণ পদক’-এ সম্মানিত করল শ্রীলঙ্কা সরকার। ভারত ও দ্বীপরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে, উভয় দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের উন্নীতকল্পে ব্যতিক্রমী অবদানের জন্য এই স্বীকৃতি দেওয়া হল নরেন্দ্র মোদিকে। ‘মিত্র বিভূষণ পদক’ আন্তর্জাতিক ক্ষেত্রের বন্ধুত্বকে স্বীকৃতি দেওয়ার জন্যই প্রবর্তিত করা হয়েছে। দুই দেশের সম্পর্কের স্বীকৃতি দেওয়া হয় এই সম্মানের মাধ্যমে। শনিবার শ্রীলঙ্কা সরকারের তরফে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেওয়া পদকের নকশায় রয়েছে ভারত-শ্রীলঙ্কা বন্ধনের নানা প্রতীক। যেমন, ধর্মচক্র যা বৌদ্ধ ঐতিহ্যের প্রতিনিধি, পুন কলস—ধানের আঁটি রাখার একটি আনুষ্ঠানিক পাত্র, যা সমৃদ্ধির প্রতীক ও নবরত্ন বা নয়টি মূল্যবান রত্ন।  এছাড়া  পদ্মের পাপড়ি একটি গোলকের মধ্যে আবদ্ধ নকশাও রয়েছে, যা স্থায়ী বন্ধুত্বের প্রতীক। পদকটির নকশায় খোদাই করা সূর্য ও চাঁদ চিরকালীন সম্পর্কের প্রতীক। প্রাচীন সভ্যতা থেকে অসীম ভবিষ্যতের দিকে দিকনির্দেশ করে। প্রসঙ্গত উল্লেখ্য, এই নিয়ে ২২তম আন্তর্জাতিক সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে গত ১১ই মার্চ মরিশাসের সর্বোচ্চ নাগরিক সম্মান পান তিনি। চিনের সঙ্গে দ্বীপরাষ্ট্রের ঘনিষ্ঠতার মাঝে নরেন্দ্র মোদির এই সফর আন্তর্জাতিক কূটনীতির জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এই সফরে ভারতের প্রধানমন্ত্রীকে সেদেশের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করল অনুরা দিশানায়েক সরকার। এরপর শ্রীলঙ্কায় রামায়ণের পুতুলনাচ শো দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা দেখে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী। 



     Akb tv news  

    05.04.2025


     

     


    3/related/default