আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজধানীতে শুরু চৈত্র মেলা ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,  

    প্রতি বছরের মত এবছরও রাজধানীর শকুন্তলা রোড এলাকায় মঙ্গলবার থেকে শুরু হল চৈত্র মেলা। এই মেলা চলবে আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত। রাজধানীর শকুন্তলা রোড, ওরিয়েন্ট চৌমুহনী এবং শিশুর উদ্যান সংলগ্ন এলাকায় বসেছে এই মেলা। মেলার প্রথম দিনই জমে উঠেছে।  দোকানিরা নানা পসরা সাজিয়ে বসেছেন। ক্রেতাদের ভিড় বাড়ছে ধীরে ধীরে।ব্যবসায়ীরা জানান, নতুন বছর উপলক্ষে এই মেলায় প্রচুর ভিড় হয়। পরিবার-পরিজন নিয়ে ক্রেতারা আসেন এবং প্রয়োজনীয় জিনিস ক্রয় করেন। এদিকে, পসরা সাজিয়ে বসা এক মহিলা দোকানী জানান, আশা তো অনেক আছে। কিন্তু ভাগ্যে কি আছে জানি না। আশা করি ভালই হবে।

     

    Akb tv news  

    01.04.2025



    3/related/default