১৯ কিলোগ্রাম ওজনের বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম প্রতি সিলিন্ডারে কমল ৪১ টাকা।। AKB TV News

আরশি কথা


 

নিজস্ব প্রতিনিধি,  

এপ্রিল মাসের প্রথম দিনেই ব্যবসায়ীদের জন্য সুখবর। এক ধাক্কায় বেশ খানিকটা দাম কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। আগেই খনিজ তেল সরবরাহকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল কমতে চলেছে বাণিজ্যিক গ্যাসের দাম । আর সেই কথাকেই মানত্যা দিয়ে ১লা এপ্রিল থেকে ১৯ কিলোগ্রাম ওজনের বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম প্রতি সিলিন্ডারে কমল ৪১ টাকা।  মঙ্গলবার থেকেই এই নয়া দাম লাগু হয় দেশ জুড়ে। তবে এই ছাড় শুধুমাত্র বাণিজ্যিক গ্যাসের জন্য, যার জেরে সুবিধা পেতে চলেছেন ব্যবসায়ীরা। তবে গৃহস্থের গ্যাস সিলিন্ডারের দাম এখনও  চড়া। এই দামে আপাতত মেলেনি কোন ছাড়।


Akb tv news  

01.04.2025



3/related/default