নিজস্ব প্রতিনিধি,
সোমবার রাজধানীর মঠ চৌমুহনি বাজার মৎস্য জীবী সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যসভা সংসদ রাজীব ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক ডাঃ দিলিপ দাস ও স্থানীয় কাউন্সিলর সুখময় সাহা সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্মেলনের সূচনা করেন উপস্থিত অথিতিরা। এদিন অনুষ্ঠানে স্কুল পড়ুয়া দুঃস্থ ছাত্র ছাত্রীদের মধ্যে বই ও খাতা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংসদ রাজীব ভট্টাচার্য বলেন, আমি দীর্ঘদিন ধরে এই বাজারের সঙ্গে জড়িত আছি। আমি এই বাজারের একজন ক্রেতা। সেক্ষেত্রে সকলের সঙ্গেই আমার একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। এই বাজারটি আগরতলার একটি সুন্দর জায়গায় অবস্থিত। সেই সুবাদে আমিও চাই এখানে যাতে একটি সুন্দর মার্কেট নির্মাণ করা হয়। তার জন্য যদি প্রচেষ্টা নেওয়া হয় তাহলে মার্কেট নিশ্চয় হবে বলে তিনি জানান।
Akb tv news
28.04.2025