বাবা সাহেব ডঃ বি আর আম্বেদকরের ১৩৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সোমবার রাজধানীর
রবীন্দ্র শত বার্ষিকী ভবনের এক নং হলে রাজ্য
ভিত্তিক এক সেমিনারের আয়োজন করা হয়। আয়োজিত সেমিনারে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ
মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার
ও স্থানীয় কাউন্সিলর সহ আরও অনেকে।প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী
সহ উপস্থিত অথিতিরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, ডঃ বি আর আম্বেদকর দেশের
এমন একজন ব্যক্তি যিনি একাধারে দার্শনিক, অর্থনীতিবিদ, সমাজ সংস্কারক ও স্বাধীনতা সংগ্রামী
ছিলেন। পাশাপাশি আমাদের মহান যে সংবিধান সেই সংবিধানের রচয়িতাও। তিনি আবার দলিত মানুষের
মুক্তির অগ্রদূতও ছিলেন। ভারতবর্ষে প্রথম যখন মন্ত্রিসভা গঠিত হয়, সেই মন্ত্রিসভার
আইনমন্ত্রী হিসেবে কার্যভার গ্রহন করেছিলেন ডঃ বি আর আম্বেদকর। বহু প্রতিকূলতা , ঘৃনা
ও বিদ্বেষ ও অপমানের বিরুদ্ধে তিনি জেভাবে কাজ করেছেন, বলতে গেলে তিনি একজন ব্যতিক্রমি
ব্যক্তিত্ব। আজীবন তিনি সমাজের নিপীড়িত মানুষের জন্য কাজ করে গেছেন বলে মুখ্যমন্ত্রী
জানান।
Akb tv news
28.04.2025