Type Here to Get Search Results !

আই জি এম ও আগরতলা সরকারি ডেন্টাল মেডিক্যাল কলেজ পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।। AKB TV News


 

নিজস্ব প্রতিনিধি,

শনিবার পূর্ব কোন ঘোষনা ছাড়াই হঠাৎ নিজের  কর্ম  ব্যস্ততার মধ্যেও আগরতলার অন্যতম প্রধান হাসপাতাল IGM এবং আগরতলা সরকারি ডেন্টাল মেডিক্যাল কলেজ পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। এদিন তিনি পরিদর্শন কালীন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান যে রাজ্যের বহু পুরানো হাসপাতাল IGM হাসপাতাল.। অনেক চাপ আছে। তবে পরিষেবা নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। সব দিক সরেজমিনে পরিদর্শন করে খোঁজ খবর নেন। পরিষ্কার পরিচ্ছন্নতার উপর গুরুত্ব যেমন দেন তেমনি জানান পরিষেবা আগের থেকে অনেক উন্নত হয়েছে। তিনি জানান কিছু সমস্যা আছে। তবে তা নিরসনে এসব ব্যাপারে খুব শীঘ্রই আলোচনায় বসবেন। পরিষেবার মান নিয়ে তিনি পুরপুরি সন্তুষ্ট হতে না পারলেও জানান সরকার কর্পোরেট সেক্টর থেকে ১০ গুন বেশি খরচ করে। এর পরও কেন খামতি থাকবে। এদিকগুলো নিয়ে তিনি আলোচনা করবেন। তবে জানালেন বিনা সুচনায় সারপ্রাইজ ভিজিটে সহজে খামতি ত্রুটি প্রভৃতি চিহ্নিত করা যায় এবং এগুলি নিরসনে উদ্যোগ গ্রহণ করা যায়। তিনি জানালেন IGM হাসপাতালের পাশাপাশি  আগরতলা সরকারি ডেন্টাল মেডিক্যাল কলেজও পরিদর্শন করে যাবতীয় ব্যাপারে খোঁজ খবর নেন। কর্মীরা নির্দিষ্ট সময়ে ঠিক ঠাক ভাবে আসছে কি না এই বিষয়েও খোঁজ খবর নেন তিনি। 



Akb tv news  

05.04.2025

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.