নিজস্ব প্রতিনিধি,
গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাতে রাজধানীর বটতলা বাজার এলাকা থেকে ইয়াবা
ট্যাবলেট সহ এক নেশা বিক্রেতাকে আটক করেছে পশ্চিম থানার পুলিশ। ধৃতের নাম মঙ্গল দীপ
বিশ্বাস। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য আনুমানিক আড়াই লক্ষ টাকার উপর হবে
বলে জানা যায়। শনিবার মাধ্যমের মুখোমুখি হয়ে এস ডি পিও দেবপ্রসাদ রায় জানান, গত
কয়েকদিন ধরে আমাদের কাছে খবর আসছিল যে মঙ্গল দীপ বিশ্বাস নামে এক যুবক বটতলা বাজার
এলাকায় নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে। সেই মোতাবেক পশ্চিম থানার ওসি ও বটতলা
ফাঁড়ি থানার ওসির নেতৃত্বে একটি টিম গঠন করে শুক্রবার রাতে তাকে আটক করা হয়। তার কাছ
থেকে ২,০০০ ইয়াবা ট্যাবলেট, ব্রাউন সুগার ও নগদ টাকা সহ একটি মোবাইল উদ্ধার করা হয়।
এর আগেও মঙ্গল দীপকে গ্রেফতার করা হয়েছিল ২০২৩ সালে। শনিবার তাকে আদালতে হাজির করা
হয় বলে তিনি জানান।
Akb tv news
05.04.2025