Type Here to Get Search Results !

দু'জন রোহিঙ্গা সহ এক অটো চালককে আটক করেছে কৈলাসহর থানার পুলিশ।। AKB TV News


 

নিজস্ব প্রতিনিধি,

গোপন সংবাদের ভিত্তিতে কৈলাসহর থানার পুলিশ দুইজন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে। শহর এলাকার দুইজন রোহিঙ্গা নাগরিক আটক হওয়ায় গোটা কৈলাসহরে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। এব্যাপারে কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী জানান যে, তেসরা এপ্রিল বৃহস্পতিবার ভোরবেলা বাংলাদেশ থেকে দুইজন রোহিঙ্গা নাগরিক অবৈধভাবে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত পাড় হয়ে কৈলাসহরে আসার পর উনারা কৈলাসহর থেকে বহি:রাজ্যে যাবার জন্য একটি অটো গাড়িতে উঠে। অটো দিয়ে ধর্মনগরের উদ্দেশ্যে রওয়ানা দেবার সময় কৈলাসহর শহরের কলেজের পাশে পুলিশ অটো গাড়িকে দাঁড় করিয়ে তল্লাশী করতেই দুইজন রোহিঙ্গা নাগরিককে পুলিশ আটক করে এবং দুইজন রোহিঙ্গা নাগরিকের সাথে অটো চালককেও আটক করেছে পুলিশ। অবৈধভাবে বাংলাদেশ থেকে আসার ফলে কৈলাসহর থানার পুলিশ দুইজন রোহিঙ্গা নাগরিকের বিরুদ্ধে পাসপোর্ট এক্টে একটি মামলা করে। রোহিঙ্গা নাগরিকরা কিভাবে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত পাড় হয়ে এসেছে এবং কার মাধ্যমে এসেছে এবং কৈলাসহরের কোন অঞ্চলের সীমান্ত দিয়ে এসেছে এবং বহি:রাজ্যের কোন রাজ্যে যাবে এবং কার কাছে যাবে এবং কি কারনে যাবে এসব ব্যাপারে পুলিশ ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ করছে। ধৃতদের বিকেলে কৈলাসহর আদালতে প্রেরণ করা হবে বলেও জানান ওসি। ধৃতদের কাছ থেকে পুলিশ তিনটি দামী মোবাইল ফোন এবং বেশকিছু নগদ টাকা উদ্ধার করেছে বলেও পুলিশ সূত্রে জানা যায়। যে অটো গাড়ি দিয়ে রোহিঙ্গা নাগরিকরা যাচ্ছিলো সেই অটো গাড়িটিও পুলিশ জব্দ করে থানায় এনেছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত দুইজন রোহিঙ্গা নাগরিক বাংলাদেশের চট্রগ্রামের রিফুজি ক্যাম্প থেকে পালিয়ে এসেছে। ওসি সুকান্ত সেন চৌধুরী এও জানান যে, ধৃত রোহিঙ্গা দুইজন নাগরিকের নাম হলো আঠারো বছরের মোহম্মদ তাসিন এবং  ঊনিশ বছরের মোহাম্মদ উসমান। অন্যদিকে, ধৃত অটো চালক ছাব্বিশ বছরের আমিনুল হকের বাড়ি কৈলাসহরের বাবুরবাজার এলাকায়। এভাবে জেলাসদরের খোদ শহর এলাকা থেকে রোহিঙ্গা নাগরিক আটক হওয়ায় গোটা কৈলাসহর শহর এলাকায় তীব্র আতংক বিরাজ করছে। 



Akb tv news  

03.04.2025


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.