নিজস্ব প্রতিনিধি,
বকেয়া রেগা মজুরির দাবিতে বৃহস্পতিবার সকালে গন্ডাছড়া-আমবাসা সড়কে নিউ ভগীরথ কলোনির মুখে রাস্তা অবরোধ করেন ক্ষুব্ধ শ্রমিকরা। ক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রেগার বকেয়া মজুরি প্রদান করা হচ্ছে না। এদিন প্রত্যন্ত এলাকা থেকে শাক সবজি নিয়ে আসা জনজাতি পরিবারের লোকজন আটকা পড়েন অবরোধের কারনে। অবরোধে আটকে পড়ে সরকারি কর্মচারী ও ছাত্র ছাত্রী থেকে শুরু করে সাধারন যাত্রীরা। অবরোধের কারনে সাধারণ মানুষের জনদুর্ভোগ চরমে ওঠে এদিন। রেগা শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিউ ভগীরথ কলোনি এলাকায় শ্রমিকরা রেগার কাজের মজুরি পাচ্ছেন না। এবিষয়ে একাধিকবার পঞ্চায়েতে জানানো হলেও সমস্যা সমাধানের কোন উদ্যোগ গ্রহন করছে না। তাই বাধ্য হয়ে এদিন সকালে রাস্তায় বসেন তারা। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পঞ্চায়েতের উচ্চ পদস্থ আধিকারিকরা। তারা অবরোধকারীদের সাথে কথা বলেন এবং আশ্বাস দেন অতিসত্বর সমস্যার সমাধান করা হবে।ওই আশ্বাসের ভিত্তিতেই পথ অবরোধ প্রত্যাহার করেন অবরোধকারীরা। তবে প্রতিশ্রুতি পূরণ না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুশিয়ারি দিয়েছেন অবরোধকারীরা।এখন দেখার সেই প্রতিশ্রুতি বাস্তবে কতটা ফলপ্রসূ হয়।
Akb tv news
17.04.2025