আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রনামী বাক্সে মিলল বিদেশী মুদ্রা।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    বৃহস্পতিবার উদয়পুরস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরের সিন্দুক সহ মোট ১৬টি প্রনামী বাক্স খোলা হয়। এদিন সকাল থেকে মন্দিরের বিশেষ কক্ষে ১৬টি প্রনামী বাক্সের টাকা গগনার কাজ শুরু হয়। সেখানে মার্কিন ডলার, কুয়েতের দিনার, নেপাল এবং বাংলাদেশের টাকা পাওয়া যায়।এব্যাপারে টাকা গননার কাজে নিযুক্ত থাকা এক ব্যক্তি জানান, মন্দিরের সিন্দুক সহ মোট ১৬ টি প্রণামী বাক্স খোলা হয়েছে।গননা টিমে মোট ১৬জন সদস্য রয়েছেন। গত ২৪শে ফেব্রুয়ারি আমরা যখন মন্দিরের প্রনামি বাক্সের টাকা গননা করেছিলাম রাত ৮টা বেজেছিল। মূলত ছোট টাকার নোট বেশি হলে সময়টা বেশি লাগে। তাই এখন নির্দিষ্ট করে কিছু বলা যাবে না বলে তিনি জানান।


    Akb tv news 

    24.04.2025

    3/related/default