আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ননদ, স্বামী ও শ্বশুর মিলে আমার মেয়ে'কে মেরে ফেলেছে ।। মৃতার মা।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,মৃ

    "ননদ আর শ্বশুর মিলে আমার মেয়ে'কে মেরে ফেলেছে"। "অন্য মহিলার সঙ্গে মেয়ের জামাই তন্ময় পালের কোন সম্পর্ক আছে, আর সে কারণেই আমার মেয়ে'কে মেরে ফেলেছে"। আমার মেয়ে অগ্নিদগ্ধ হওয়ার ১৫-২০ মিনিট আগে আমাকে ফোন করে জানিয়েছিল শশুর এবং স্বামী মিলে তাকে পুড়িয়ে মারার পরিকল্পনা করছে। শনিবার রাতে তেলিয়ামুড়া থানার সামনে দাঁড়িয়ে  এই বিস্ফোরক মন্তব্য করেন মৃত গৃহবধূর মায়ের। জানা গেছে, শনিবার সন্ধ্যা রাতে তেলিয়ামুড়া থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে শান্তিনগর এলাকায় দীপান্বিতা সরকার পাল নামে এক গৃহবধূর শ্বশুর বাড়িতে রহস্যজনকভাবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এর মধ্যে মৃতার মায়ের করা বেশ কিছু বিস্ফোরক মন্তব্যে ঘটনা আরো জটিলআকার নেয়। এই রহস্য মৃত্যুর পর স্বভাবতই প্রশ্ন উঠছে, এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন? জানা গেছে, হাসপাতালে নিয়ে আসার আগেই দীপান্বিতা সরকার পালের মৃত্যু হয়।



    Akb tv news 

    27.04.2025

    3/related/default