নিজস্ব প্রতিনিধি,
টিচার রিক্রুটমেন্ট বোর্ড এর উদ্যোগে ২৭শে এপ্রিল রবিবার সারা রাজ্যে টেট-টু
পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন রাজ্যের প্রতিটি জেলায় টেট-টু পরীক্ষার আয়োজন করা হয়। রাজধানীর
বিভিন্ন স্কুল গুলোতে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত
জানালেন টিচার রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান ডঃ প্রত্যুষ রঞ্জন দেব।তিনি জানান,
ত্রিপুরা রাজ্যের আটটি জেলায় একসাথে টেট-টু পরীক্ষা অনুষ্ঠিত হয়। আটটি জেলায় সেন্টারের
সংখ্যা মোট ১১৯টি।পরীক্ষার্থী রয়েছে ৩৫, ১৪৮ জন। ঠিক ঠাক ভাবেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
কোথাও কোন সমস্যার খবর নেই বলে তিনি জানান।
Akb tv news
27.04.2025