আবারো তাপপ্রবাহের কবলে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল। আইএমডি ইতিমধ্যে দেশের একাধিক রাজ্যে জারি করেছে হলুদ সতর্কতা। এদিকে, মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, দিল্লি সহ সংলগ্ন রাজ্যগুলিতে চলতি সপ্তাহ জুড়ে তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। এমনকি ইতিমধ্যে তার একটা স্পষ্ট ইঙ্গিত পাওয়া গিয়েছে। দিল্লির বেশ কিছু অংশে সর্বোচ্চ তাপমাত্রা এর মধ্যেই ৪০.২ ডিগ্রি ছুঁয়েছে। এই তাপপ্রবাহ আগামী বৃহস্পতিবার পর্যন্ত স্থায়ী থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। তবে শুধু রাজধানী নয়, গরমের দাপট দেখা যাচ্ছে গুজরাট, রাজস্থান, হিমাচল প্রদেশ, হরিয়ানা, লাদাখ ও উত্তরপ্রদেশের বিভিন্ন জেলাতেও। সোমবারও উত্তর ভারতের অধিকাংশ রাজ্যে মরসুমের প্রথম বড় তাপপ্রবাহ নথিভুক্ত হয়েছে।
08.04.2025