আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পর পুরুষের হাত ধরে পালিয়ে গেল এক গৃহবধূ।। থানার দ্বারস্থ স্বামী।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি, 

    ফের পর পুরুষের হাত ধরে পালিয়ে গেল এক গৃহবধূ। এবার স্ত্রীকে খুঁজে পেতে থানার দ্বারস্থ হলেন অসহায় স্বামী। জানা গেছে, গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা প্রয়াত আব্দুল গফুর মিয়ার ছেলে জলফু মিয়া ২০১৭ সালে জিরানিয়ার জয়নগর এলাকার জামাল মিয়ার মেয়ে রেহানা বেগমকে ভালোবেসে বিয়ে করেছিল। বিয়ের পর তাদের এক পুত্র সন্তান জন্ম নিলেও সন্তানটি মারা যায়। এদিকে সন্তান মারা যাওয়ার পর থেকেই রেহানা বেগম মোবাইলের মাধ্যমে পর পুরুষের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ঠিক এই অবস্থায় সোমবার  দুপুরে পরিবারের লোকজনদের অনুপস্থিতিতে রেহানা বেগম তার প্রেমিকের সাথে পালিয়ে যায়। পরে জলফু মিয়া ঘরে এসে স্ত্রীকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। সমস্ত জায়গায়  খোঁজাখুঁজি করার পরও স্ত্রীর সন্ধান পান নি তিনি। মঙ্গলবার সকালে জলফু মিয়া আমতলী থানায় নিখোঁজ ডায়েরি করেন। তিনি জানান, তার স্ত্রী নাকি পর পুরুষের হাত ধরে পালিয়ে গেছে। দেশে পরকীয়ার সংক্রান্ত ব্যাপারে আইনের দিক দিয়ে কোন শাস্তির বিধান নেই যার ফলে প্রায় প্রতিনিয়তই বিবাহিত মহিলারা এভাবে পর পুরুষের হাত ধরে পালিয়ে যাচ্ছে।এদিন আমতলী থানার সামনে দাঁড়িয়ে নিজের স্ত্রীকে খুঁজে পেতে পুলিশ প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন রেহানা বেগমের স্বামী জলফু মিয়া।


     

    Akb tv news 

    08.04.2025


    3/related/default