ফের রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
বুধবার নয়া রেপো রেট ঘোষণা করলেন আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা। দেখা গেছে, ০.২৫
বেসিস পয়েন্ট কমানো হয়েছে রেপো রেট। যার ফলে ৬.২৫ শতাংশ থেকে কমে বর্তমান রেপো রেট
দাঁড়াল ৬ শতাংশে। এনিয়ে পর পর দুই দফায় কমল রেপো রেট।প্রসঙ্গত উল্লেখ্য, গত
দুই বছর রেপো রেট অপরিবর্তিত রেখেছিল আরবিআই। গভর্নর পদ থেকে শক্তিকান্ত দাস অবসর নেওয়ার
পর দায়িত্ব নিয়েই গত ফেব্রুয়ারি মাসে ০.২৫ শতাংশ রেপো রেট কমান আরবিআইয়ের গভর্নর সঞ্জয়
মালহোত্রা। মুদ্রানীতি কমিটির সিদ্ধান্তের মাত্র দুই মাসের ব্যবধানে ফের একবার ০.২৫
শতাংশ কমানো হল রেপো রেট।
Akb tv news
09.04.2025