আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    উন্নত ভারতের লক্ষ্যের সঙ্গে নভকর মহামন্ত্রের যোগসূত্র রয়েছে।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি, 

    ফের একবার সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বুধবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে নভকর মহামন্ত্র দিবসে মঞ্চে উঠলেন না তিনি। প্রধানমন্ত্রী গিয়ে বসলেন  সাধারণ মানুষের সঙ্গে। জৈনদের এই অনুষ্ঠানে খালি পায়েও দেখা গেল প্রধানমন্ত্রীকে। জৈন সম্প্রদায়ের নভকর মহামন্ত্র অনুষ্ঠানে উপলক্ষে এদিন বিজ্ঞান ভবনে আসেন নরেন্দ্র মোদী। জৈনদের এই আধ্যাত্মিক পরম্পরার প্রতি প্রধানমন্ত্রীর যে গভীর শ্রদ্ধা রয়েছে, তা এদিন দেখা গেল। স্টেজে তাঁর জন্য নির্দিষ্ট আসনে গিয়ে বসলেন না প্রধানমন্ত্রী। সেই খালি পায়ে মঞ্চের সামনে সাধারণ মানুষের সঙ্গে বসলেন তিনি। নমোকর মন্ত্র হিসেবেও পরিচিত নভকর মহামন্ত্র। অহিংসা, অন্তরের শান্তির জন্য প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদী বলেন, “আমাদের বিশ্বাসের কেন্দ্র হল নভকর মহামন্ত্র। উন্নত ভারতের লক্ষ্যের সঙ্গে নভকর মহামন্ত্রের যোগসূত্র রয়েছে। লালকেল্লা থেকে বলেছিলাম, উন্নত ভারত মানে উন্নতি এবং ঐতিহ্যকে বহন করা। এমন ভারত যে থামবে না। আমরা শিখর স্পর্শ করব কিন্তু, শিকড়কে ভুলে যাব না বলে প্রধানমন্ত্রী জানান।”


    Akb tv news 

    09.04.2025


    3/related/default