আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    হঠাৎ জম্মু সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।। AKB TV News

    আরশি কথা


     

     নিজস্ব প্রতিনিধি,

    ভূস্বর্গের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন পিছিয়ে গেল ৷ আগামী ১৯শে এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ট্রেন যাত্রার উদ্বোধন করবেন বলে স্থির ছিল ৷ কিন্তু হঠাৎ তিনি তাঁর জম্মু সফর বাতিল করেছেন৷ মঙ্গলবার রেলের এক উচ্চাধিকারিক জানান, ওই দিন জম্মু-কাশ্মীরের কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত প্রথম বন্দেভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে ৷ কাশ্মীরের চিফ এরিয়া ম্যানেজার সাকিব ইউসুফ এই উদ্বোধন স্থগিত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন ৷ তিনি জানান, প্রধানমন্ত্রীর এই সফর বাতিল হলেও এরপর কবে ট্রেন উদ্বোধন হবে, তা জানাননি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সফর বাতিল হওয়ার নেপথ্যে কী কারণ, তা জানা যায়নি ৷ প্রসঙ্গত, ইতিহাসে প্রথমবার, কাটরা থেকে সরাসরি একটি ট্রেন শ্রীনগরে পৌঁছবে ৷ বিশেষভাবে ডিজাইন করা বন্দে ভারত এক্সপ্রেস ইতিমধ্যেই কাটরা রেলওয়ে স্টেশনে রাখা হয়েছে বলে জানা গেছে। 



    Akb tv news 

    16.04.2025


    3/related/default