নিজস্ব প্রতিনিধি,
ভূস্বর্গের প্রথম বন্দে
ভারত এক্সপ্রেসের উদ্বোধন পিছিয়ে গেল ৷ আগামী ১৯শে এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ট্রেন যাত্রার উদ্বোধন করবেন
বলে স্থির ছিল ৷ কিন্তু হঠাৎ তিনি তাঁর জম্মু সফর বাতিল করেছেন৷ মঙ্গলবার রেলের এক
উচ্চাধিকারিক জানান, ওই দিন জম্মু-কাশ্মীরের কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত প্রথম
বন্দেভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে ৷ কাশ্মীরের চিফ এরিয়া
ম্যানেজার সাকিব ইউসুফ এই উদ্বোধন স্থগিত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন ৷ তিনি জানান,
প্রধানমন্ত্রীর এই সফর বাতিল হলেও এরপর কবে ট্রেন উদ্বোধন হবে, তা জানাননি ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সফর বাতিল হওয়ার নেপথ্যে কী কারণ, তা জানা যায়নি
৷ প্রসঙ্গত, ইতিহাসে প্রথমবার, কাটরা থেকে সরাসরি একটি ট্রেন শ্রীনগরে
পৌঁছবে ৷ বিশেষভাবে ডিজাইন করা বন্দে ভারত এক্সপ্রেস ইতিমধ্যেই কাটরা রেলওয়ে স্টেশনে
রাখা হয়েছে বলে জানা গেছে।
Akb tv news
16.04.2025