নিজস্ব প্রতিনিধি,
আবারো নতুন প্রধান বিচারপতি পেতে চলেছে দেশের সুপ্রিম কোর্ট। সুপ্রিম
কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গভাই। আগামী ১৪ই
মে তিনি প্রধান বিচারপতি পদে শপথ গ্রহণ করবেন। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তাঁর
নাম সুপারিশ করেছেন। আগামী ১৩ই মে অবসর নিতে চলেছেন বর্তমান প্রধান বিচারপতি
সঞ্জীব খান্না। তারপর দিনই প্রধান বিচারপতির পদে বসবেন বিআর গভাই। সুপ্রিম কোর্টের
৫১ তম প্রধান বিচারপতি হবেন তিনি। নিয়ম অনুযায়ী, প্রধান বিচারপতিই তার উত্তরসূরীর
নাম সুপারিশ করেন। আইন মন্ত্রকে বিচারপতি বিআর গভাইয়ের নাম সুপারিশ করেছিলেন
প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তবে প্রধান বিচারপতি হিসাবে বিআর গভাইয়ের মেয়াদ
বেশিদিন নয়। মাত্র ৬ মাসের জন্য প্রধান বিচারপতি হবেন তিনি। জানা গেছে, আগামী
নভেম্বর মাসেই অবসর গ্রহণ করবেন তিনি।
Akb tv news
16.04.2025