আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    শ্রদ্ধাভরে রাজধানীর দুর্গাবাড়িতে পূজিতা হচ্ছেন স্বপরিবারে মা বাসন্তী।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    প্রতি বছরের মত এবছরও জাকজমক পূর্ণভাবে রাজধানীর দুর্গাবাড়িতে বাসন্তী পূজার আয়োজন করা হয়েছে। শুক্রবার মহাসপ্তমী। এদিন সকাল থেকে দুর্গাবাড়ি মন্ডপে ভক্তদের উপস্থিতি ছিল লক্ষ্যনিয়। হিন্দু ও বাঙ্গালীদের অন্যতম প্রধান উৎসব হল দুর্গাপূজা৷ আশ্বিন মাসে জাঁকজমকপূর্ণ ভাবে দুর্গাপূজা হলেও কালের পূজা হল চৈত্র মাসে৷ চৈত্র মাসের এই পূজা বাসন্তী পূজা নামে পরিচিত৷ রাজধানীর দুর্গা বাড়িতে অন্যান্য বছরের মত এবছরও জাকজমকপূর্ণভাবে বাসন্তী পূজার সূচনা হয়৷ এদিন দুর্গাবাড়ির পুরোহিত জানান, প্রতি বছরের মত এ বছরও দুর্গা বাড়িতে সরকারি উদ্যোগে ঐতিহ্যবাহী এই পুজো অনুষ্ঠিত হচ্ছে৷ বৃহস্পতিবার বোধনের মধ্য দিয়ে পূজোর আনুষ্ঠানিক সূচনা হয়৷ শুক্রবার মহাসপ্তমী তিথিতে বহু ভক্তদের সমাগম ঘটে৷ এদিন মায়ের উদ্দেশ্যে বলিও প্রদান করা হয়। শুধুমাত্র দুর্গা বাড়িতে নয় রাজ্যের বিভিন্ন ক্লাবে ও বাড়িতে আশ্বিন মাসের দুর্গা পুজোর পাশাপাশি চৈত্র মাসের এই বাসন্তী পুজো অনুষ্ঠিত হচ্ছে৷


    Akb tv news  

    04.04.2025


    3/related/default