নিজস্ব প্রতিনিধি,
বহু তৎপরতার পর অবশেষে সংসদের দুই কক্ষেই
পাশ হল ওয়াকফ সংশোধনী বিল। এই বিল নিয়ে বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও বিজেপি তথা
আরএসএসের আরও একটি প্রতীক্ষিত এজেন্ডার বাস্তবায়ন ঘটল। এই বিল পাশ হওয়ায় স্বাভাবিক
ভাবেই উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার থাইল্যান্ড থেকেই এক্স হ্যান্ডেলে
প্রধানমন্ত্রী লিখলেন, “এটা ঐতিহাসিক মুহূর্ত। আর্থ সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে
বড় পদক্ষেপ।”বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে বর্তমানে থাইল্যান্ডের ব্যাংককে রয়েছেন
প্রধানমন্ত্রী। ওয়াকফ বিল নিয়ে সংসদের আলোচনায় তিনি অংশ নেননি। লোকসভায় বিজেপির তরফে
এই আলোচনার নেতৃত্ব দিয়েছেন অমিত শাহ। আর রাজ্যসভায়
নেতৃত্ব দিয়েছেন জেপি নাড্ডা। শুক্রবার ভোররাতে সংসদের উচ্চকক্ষে বিলটি পাশ হয়ে যেতেই
প্রধানমন্ত্রী সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লেখেন, “সংসদের দুই কক্ষে ওয়াকফ সংশোধনী
বিল পাশ হয়ে যাওয়াটা ঐতিহাসিক মুহূর্ত। আর্থ সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা
সম্মিলিতভাবে যে প্রয়াস চালাচ্ছি, সেদিকে এই বিল উল্লেখযোগ্য পদক্ষেপ। যাঁরা দীর্ঘদিন
ধরে প্রান্তিক হয়ে রয়েছেন, যাঁদের কণ্ঠস্বর করে এতদিন গুরুত্ব দেওয়া হত না। এই বিল
তাঁদের সাহায্য করবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।”
Akb tv news
04.04.2025