আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে গোটা বিশ্ব ভারতের পাশে রয়েছে।। প্রধানমন্ত্রী ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    অতি সম্প্রতি কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার পর প্রত্যেক ভারতবাসীর রক্ত ফুটছে।এই সংকটের সময়ে দেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে।২৭শে এপ্রিল রবিবার ‘মন কি বাত’- এর ১২১তম পর্বে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হামলার কড়া নিন্দা করে তিনি বলেন, “কাশ্মীরে ধীরে ধীরে শান্তি ফিরে আসছিল। গণতন্ত্র শক্তিশালী হচ্ছিল। স্কুল-কলেজের সংখ্যা এবং পর্যটন বৃদ্ধি পাচ্ছিল। কিন্তু শত্রুদের এটি পছন্দ হয়নি। সন্ত্রাসবাদীরা আবারও কাশ্মীরকে ধ্বংস করতে প্রধানমন্ত্রীর গলায় শোনা যায় বদলার অঙ্গীকার। তিনি বলেন, “আমি নিহতদের পরিবারগুলিকে আশ্বস্ত করছি, তাঁরা ন্যায় বিচার পাবে। এই হামলার নেপথ্যে যারা রয়েছে তাদের কঠোরতম শাস্তি হবে।”পহেলগামে জঙ্গি হামলার পর একাধিক দেশের রাষ্ট্রনেতারা  ভারতের পাশে দাঁড়িয়েছেন। তাঁদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী আমাকে ফোন করেছেন, চিঠি লিখেছেন, বার্তা পাঠিয়েছেন। সকলেই এই জঘন্য সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে গোটা বিশ্ব আমাদের পাশে রয়েছে।” ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কথায়, “সন্ত্রাসের বিরুদ্ধে এই যুদ্ধে ১৪০ কোটি ভারতবাসীর ঐক্যই সবচেয়ে বড় শক্তি। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমাদের আদর্শকে শক্তিশালী করতে হবে।



    Akb tv news 

    27.04.2025

    3/related/default