নিজস্ব প্রতিনিধি,
কাশ্মীরের পহেলগাম জঙ্গি হামলার আবহে ২৪ ঘণ্টার
মধ্যে দ্বিতীয় বার বোমাতঙ্ক ছড়াল কেরল রাজ্যে।
রবিবার সকালে তিরুঅবন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা রাখা রয়েছে বলে একটি হুমকি
ইমেল আসে। খবর পাওয়া মাত্রই বম্ব স্কোয়াড বিমান বন্দর চত্ত্বরে চিরুণি তল্লাশি শুরু
করে। এদিকে, শনিবার তিরুঅনন্তপুরমের একাধিক হোটেলে আইইডি বোমা রাখা রয়েছে বলে হুমকি
ইমেল আসে। খবর প্রকাশ্যে আসতেই স্নিফার ডগ এবং বম্ব স্কোয়াডকে সঙ্গে নিয়ে তল্লাশি শুরু
করে পুলিশ। কিন্তু একাধিক হোটেলে তল্লাশি চালিয়েও কিছুই পাওয়া যায়নি বলে পুলিশের তরফে
জানানো হয়। এরপরই বলা হয়, শুধুমাত্র আতঙ্ক জনিত পরিস্থিতি তৈরি করার জন্য এই ভুয়ো ইমেলগুলি
করা হয়েছিল।
Akb tv news
27.04.2025