সোমবার
সকালে সপরিবারে ভারতে এলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দিল্লির পালাম
বিমান বন্দরে অবতরণ করেন তাঁরা। সেখানে তাঁদের স্বাগত জানান কেন্দ্রীয় রেলমন্ত্রী
অশ্বিনী বৈষ্ণব। সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসবেন ভ্যান্স।এদিন সকাল পৌনে ১০টা নাগাদ ভারতের মাটি ছোঁয় ভান্সের বিমান। দিল্লির
বিমান বন্দরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট এবং আমেরিকার সেকেন্ড লেডিকে স্বাগত জানানো
হয় ভারতীয় নাচের ছন্দে। গার্ড অফ অনারও দেওয়া হয় ভ্যান্সকে। যাবতীয় প্রোটোকল শেষ
হওয়ার পরই বিমান থেকে নামে ভ্যান্সের তিন সন্তান।একেবারে খাঁটি ভারতীয় পোশাকে সেজে
ভারতের মাটিতে নেমে পড়েছে ভ্যান্সের দুই পুত্র বিবেক ও ইওয়ান। এদিকে, ভারতীয়
সংস্কৃতির ছোঁয়াও ছিল মার্কিন ভাইস প্রেসিডেন্ট মিরাবেলের পোশাকেও।
Akb tv news
21.04.2025