আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    উপজাতি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব গড়িয়া পূজা অনুষ্ঠিত।। AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধি,

    ২১শে এপ্রিল সোমবার ছিল উপজাতি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব গড়িয়া পূজা। প্রতি বছরের মত এবছরও রাজধানীর কৃষ্ণনগর বয়েজ ক্লাবের উদ্যোগে গড়িয়া পূজার আয়োজন করা হয়। গত আট বছর ধরে এই ক্লাবে পুজা করা হচ্ছে।এদিন শ্রদ্ধাভরে বাবা গড়িয়ার আরাধনা করা হয়। একই ভাবে এদিন জনজাতিদের অন্যতম উৎসব গড়িয়া পূজা অনুষ্ঠিত হয় রাজধানীর এডভাইজার চৌমুহনি সহ বিভিন্ন জায়গায়।সকলে একসঙ্গে সমবেত হয়ে বাবা গড়িয়া পূজায় অংশ নেয়। জনজাতিদের চিরাচরিত এই উৎসব এখন জাতি উপাজতির মিলন উৎসবে পরিণত হয়েছে৷ 



    Akb tv news 

    21.04.2025

    3/related/default