আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু এক টিএসআর জওয়ানের।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল বাবুল দেবনাথ নামে এক টিএসআর জওয়ানের। ঘটনাটি ঘটে শনিবার সকালে জিরানিয়া এলাকায়।অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন বাবুল দেবনাথ। ২০২৩ সালে ডিউটিরত অবস্থায় ব্রেন স্ট্রোক করেছিল তার। এরপর থেকে আর চাকরিতে যোগ দেননি বলে জানা গেছে। এব্যাপারে মৃতের মা জানান, আমার ছেলে অসুস্হ ছিল। অসুস্থতার কারনে সে অনেক দিন ধরে কথা বলতে পারে না। এমনকি কানেও শুনত না। প্রায়ই বাড়ি থেকে বের হলে  রাস্তা চিনতনা। পরিচিতরা এনে তাকে বাড়িতে দিয়ে যেত। শনিবার সকালেও সে বাড়ি থেকে একা একা বেরিয়ে যায়। এরপর খবর পায় যে ট্রেনের ধাক্কায় আমার ছেলের মৃত্যু হয়েছে। অনেক বছর ধরেই বাবুল ও তার স্ত্রী আলাদা থাকেন বলে জানা গেছে। তাদের এক ছেলে বর্তমান।  



    Akb tv news 

    12.04.2025

     


    3/related/default