আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পাশ হয়ে যাওয়া বিল আটকে রাখতে পারেন না রাষ্ট্রপতি।। সুপ্রিম কোর্ট।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    পাশ হয়ে যাওয়া বিল আটকে রাখা নিয়ে এবার ঐতিহাসিক মন্তব্য করল দেশের সুপ্রিম কোর্ট। শনিবার শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, আইনসভা থেকে পাশ হয়ে আসা বিল অনন্তকাল আটকে রাখতে পারেন না রাষ্ট্রপতি। তিন মাসের মধ্যে তাঁকে মতামত জানিয়ে দিতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, কয়েক দিন আগে তামিলনাড়ুর বিধানসভায় পাশ হয়ে যাওয়া বিল আটকে রেখে ‘সুপ্রিম’ তোপে পড়েছিলেন সেরাজ্যের রাজ্যপাল। সেই প্রসঙ্গেই এদিন ফের মন্তব্য করল শীর্ষ আদালতের  দুই বিচারপতির বেঞ্চ। দেশের অবিজেপি রাজ্যগুলিতে রাজ্যপাল ও সরকারের সংঘাত নতুন কিছু নয়। এর আগে জগদীপ ধনকড় পশ্চিম বাংলার রাজ্যপাল থাকাকালীন একের পর এক বিল আটকে রাখার অভিযোগ উঠেছিল রাজ্যপালের বিরুদ্ধে। তামিলনাড়ুতে ঠিক একই নীতি নেন রাজ্যপাল আর এন রবি। অভিযোগ, বিধানসভায় পাশ হওয়ার পর ১০টি বিল সাক্ষর না করেই  আটকে রাখেন রাজ্যপাল। এই তালিকায় ছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ সংক্রান্ত বিলও। রাজ্যপালের এই অসহযোগিতার বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় তামিলনাড়ু সরকার। সেই মামলার শুনানিতে বিচারপতি জেবি পাদ্রিওয়াল ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, পাশ হয়ে যাওয়া বিল এভাবে ফেলে রাখতে পারেন না রাজ্যপাল।



    Akb tv news 

    12.04.2025


    3/related/default