নিজস্ব প্রতিনিধি,
নাইট ক্লাবের ছাদ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটল
ডোমিনিকান রিপাবলিকে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৭৯ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত
হন ১৬০ জন। ডোমেনিকান রিপাবলিকের সেন্ট ডোমিঙ্গো শহরের জনপ্রিয় এই নাইট ক্লাবের নাম
সেট জেট। মঙ্গলবার সকালে এখানে রাবি পারেন
নামে জনপ্রিয় এক সঙ্গীত শিল্পীর গানের কনসার্ট বসেছিল। হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন
সেই কনসার্ট শুনতে। অনুষ্ঠান চলাকালীন হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নাইট ক্লাবের ছাদ। ধ্বংসস্তূপের
নিচে চাপা পড়েন বেশিরভাগ মানুষ। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকল ও উদ্ধারকারী দল। জানা গিয়েছে, দুর্ঘটনার
পর এখনও পর্যন্ত ৭৯ জনের দেহ উদ্ধার করা হয়েছে। এখনও শতাধিক মানুষ আটকে রয়েছেন ধ্বংসস্তূপের
নিচে। তাদের মধ্যে অনেকেই জীবিত রয়েছেন বলে আশা করে হচ্ছে। এদিকে, আহত অবস্থায় উদ্ধার
করা হয়েছে ১৬০ জনকে।এদের চিকিৎসা চলছে হাসপাতালে।
Akb tv news
09.04.2025