নিজস্ব প্রতিনিধি,
নয়া শুল্কনীতি
স্থগিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্কনীতিতে দুনিয়া জুড়ে
দেখা যেতে পারে মন্দা, সেই আশঙ্কাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। আমেরিকার নয়া
শুল্ক নীতি প্রায় ৯০ দিনের জন্য স্থগিত করলেন তিনি। এই সিদ্ধান্ত সকলের জন্য হলেও
সেক্ষেত্রে ব্যতিক্রমী শুধু চীন। চীনে শুল্কনীতি স্থগিত হচ্ছে না বলেই জানা গেছে।অন্য
দেশগুলিকে শুল্কে আপাতত স্বস্তি মিললেও, ট্রাম্প সরকার চীনের উপর শুল্ক আরও বৃদ্ধি
করার সিদ্ধান্ত নিয়েছে।জানা গেছে, মার্কিন
সময় কিছুক্ষণ আগেই শুল্কনীতি ৯০ দিনের জন্য স্থগিতাদেশের সিদ্ধান্তে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই
নয়া শুল্কনীতিতে দুনিয়া জুড়ে দেখা যেতে পারে মন্দা। সেই আশঙ্কাতেই নিজের
সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প। তবে বাকি দেশ গুলি ৯০ দিনের জন্য স্বস্তিতে
থাকলেও চীনের উপর থেকে দুশ্চিন্তার কালো মেঘ হটছেনা। চীনের উপর শুল্ক আরও বৃদ্ধি
করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ট্রাম্পের ঘোষণা অনুসারে, চিনা পণ্যের উপর এবার ১২৫
শতাংশ হারে শুল্ক ধার্য্য হবে।
Akb tv news
10.04.2025