নিজস্ব প্রতিনিধি,
বর্তমানে
বাংলাদেশে তো গণতান্ত্রিক সরকার নেই। সেখানে এখন ইমার্জেন্সি সরকার চলছে। ইমার্জেন্সি
সকার ইমার্জেন্সির মতই কথা বলছে। তাঁদের কথায় দুনিয়া চলে না। বুধবার বাংলাদেশ সরকার
প্রসঙ্গে এমনটাই প্রতিক্রিয়া দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ
বিপ্লব কুমার দেব। তিনি বলেন, এই ইমাজেন্সি সরকারের কথায় দুনিয়া চলে না। তারা ধীরে
ধীরে বুঝবে যে দুনিয়া কিভাবে চলে, রাষ্ট্র সংঘ কিভাবে চলে। দেশের নিয়ম কানুন কি। গনতন্ত্র
আসলে কি। “নতুন মোল্লা” তো, নিজে থেকেই ঠিক হয়ে যাবে বলে জানান বিপ্লব কুমার দেব।
Akb tv news
16.04.2025