নিজস্ব প্রতিনিধি,
বুধবার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। রিখটার
স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬। সেই কম্পন অনুভূত হয়েছে দিল্লি থেকেও। জানা গেছে, ভূমিকম্পের উৎস
ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১২১ কিমি গভীরে। পূর্ব বাঘলান থেকে উৎসস্থলের দূরত্ব ১৬৪ কিমি।
ওই শহরের জনসংখ্যা ১ লক্ষ ৮ হাজার। প্রাথমিক ভাবে ইউরোপিয়ান মেডিটেরিয়ান
সিসমোগ্রাফিক্যাল সেন্টারের তরফে জানানো হয়েছিল কম্পনের মাত্রা ৬.৪। পরে দক্ষিণ
ফিলিপিন্সে ভূমিকম্পের কথা জানায় ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে। রিখটার
স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।
Akb tv news
16.04.2025