আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রয়াত পোপ ফ্রান্সিস।। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    বহু দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। অবশেষে সোমবার শেষ নিশ্বাস ত্যাগ করলেন পোপ ফ্রান্সিস। তাঁর মৃত্যুর খবর জানিয়েছে ভ্যাটিকান। পোপের প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিশ্ব। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।২০২৪ সালে ইটালিতে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে পোপের সঙ্গে দেখা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সোমবার পোপ ফ্রান্সিসের মৃত্যু সংবাদ পাওয়ার পর সেই সাক্ষাতের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী লেখেন,’পোপ ফ্রান্সিসের মৃত্যুতে আমরা শোকাহত। ছোটবেলা থেকেই তিনি প্রভু খ্রিস্টের আদর্শ বাস্তবায়নে উৎসর্গ করেছিলেন।’ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ৮৮ বছর বয়সি পোপ।চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই সংকটজনক অবস্থায় ইটালির হাসপাতালে ভর্তি করা হয়েছিল পোপ ফ্রান্সিসকে। জানা গেছে, মাত্র ২১ বছর বয়সে তার একটি ফুসফুসের অংশ বাদ দিতে হয়। যার জেরে সমস্যা ছিলই। সম্প্রতি সেটাই গুরুতর আকার ধারন করে।শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে জানা যায়, তাঁর দুটি ফুসফুসই নিউমোনিয়ায় আক্রান্ত। পাশাপাশি বুকের এক্স-রে ও আরও যে সব পরীক্ষা করানো হয়েছিল তার রিপোর্টও খুব একটা স্বাভাবিক ছিল না বলে জানা গেছে। সম্প্রতি কালে খানিকটা সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পান পোপ। তারপর চিকিৎসকরা  তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। এই অসুস্থতার কারণে গুড ফ্রাইডের উপাসনা বা ইস্টারের বিশেষ উপাসনা- কোনও কিছুতেই উপস্থিত থাকতে পারেননি পোপ। কিন্তু আশ্চর্যের বিষয় হল রবিবার অসুস্থতা সত্ত্বেও সকলকে চমকে দিয়ে ইস্টারের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। হাজির হয়েছিলেন ইস্টারের বিশেষ জমায়েতেও। সেন্ট পিটার্স স্কোয়্যারে ৩৫ হাজারেরও বেশি পুণ্যার্থীর দিকে হাত নাড়েন। ইস্তারের পর দিন সকালেই তিনি শেষ নিঃ শ্বাস ত্যাগ করেন। 



    Akb tv news 

    21.04.2025


     

    3/related/default