নিজস্ব প্রতিনিধি,
বিশ্বে
এই প্রথমবার চিনের সাংহাই শহরে বসল ‘গোল্ড এটিএম’। অভিনব এই যন্ত্রের কর্মপদ্ধতির
ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই সাড়া পড়ে গিয়েছে গোটা বিশ্বে। জানা
গিয়েছে, চিনের কিংহুড গ্রুপ নামে এক সংস্থা সাংহাইয়ের একটি মলে বসিয়েছে অভিনব এই
এটিএম মেশিন। যেখানে গয়না রাখলে আধুনিক প্রযুক্তির মেশিন সেটি গলিয়ে, ওজন করে,
শুদ্ধতা বিচার করে বাজারদর অনুযায়ী সমপরিমাণ অর্থ সরাসরি ট্রান্সফার করছে
ব্যাঙ্কে। দোকানে গিয়ে ঠকে যাওয়ার ভয় নেই এখানে। গোটা প্রক্রিয়া চলছে গ্রাহকের
চোখের সামনেই। সাম্প্রতিক সময়ে সোনার দাম যেভাবে বেড়ে তার মুনাফা আদায় করতে
সাংহাইয়ের মলে লাইন দিয়ে এটিএমে সোনার গয়না বিক্রি করছেন মানুষ।
Akb tv news
21.04.2025