আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বিজেপি দলের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি, 

    চার বড়জলা মন্ডলের উদ্যোগে লঙ্কামুড়াস্থিত সুরেন্দ্র দেবনাথ স্মৃতি কমিউনিটি হলে মঙ্গলবার বিজেপি দলের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রদেশ সহ-সভাপতি তাপস ভট্টাচার্য, এলাকার প্রাক্তন বিধায়ক ডাঃ দিলীপ দাস, মন্ডল সভাপতি রাজীব সাহা সহ দলের বিভিন্ন কার্যকর্তারা।  এই সম্মেলন সম্পর্কে এদিন প্রদেশ সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য জানান ১৯৮০ সালের ৬ই এপ্রিল প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী’র হাত ধরে দল প্রতিষ্ঠা হয়েছিল । এই দিনকে সামনে রেখে দলের সর্ব ভারতীয় সভাপতির নির্দেশে বিভিন্ন কার্জক্রম হাতে নেওয়া হয়েছে।  এরই অঙ্গ হিসেবে দলের একটিভ মেম্বার , জন প্রতিনিধিদের নিয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে এই সম্মেলন । যেখানে দলের ক্রমবিকাশ, সরকারের  জনহিতকর কাজকর্ম নিয়ে আলোচনা করা হবে। এই দিকগুলো সাধারন জনগণ যাতে জানতে পারে এর জন্যই এই ধরনের সম্মেলনের আয়োজন বলেও জানান তিনি। 


     

    Akb tv news 

    08.04.2025


    3/related/default