ত্রিপুরা রবীন্দ্র পরিষদের উদীচী ভবনের দ্বিতল মিলনায়তনে ২১শে এপ্রিল সোমবার সন্ধ্যা ৫টায় অনুষ্ঠিত হয়ে গেল ‘গল্পের জন্য’ আয়োজিত গল্প পাঠ, আলোচনা ও সাহিত্য আড্ডা। এদিন আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা বিশিষ্ট লেখক অধ্যাপক ড. অরুণোদয় সাহা। এইদিন অধ্যাপক ড. অরুণোদয় সাহাকে সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 'গল্পের জন্য'র তরফে সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানের শুরু হয় মালবিকা রায়ের কণ্ঠে রবীন্দ্র সংগীত দিয়ে।
স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সম্পাদক বিশিষ্ট প্রাবন্ধিক সৌম্যদীপ দেব। এদিন অরুণোদয় সাহা'র 'মংকুরুই' গল্পটি পাঠ করেন সিক্তা চক্রবর্তী। এরপর 'কথাসাহিত্যিক অরুণোদয় সাহা' বিষয়ে বিস্তৃত আলোচনা করেন প্রাবন্ধিক অধ্যাপক ড. গীতা দেবনাথ। অনুষ্ঠানে উপস্থিত অনেকেই এই গল্প সন্ধ্যা, অরুণোদয় সাহার কর্মজীবন ও তাঁর সঙ্গে জড়িয়ে থাকা নানান স্মৃতি নিয়ে অনুভব প্রকাশ করেন। ড. সাহা নিজেও সংক্ষিপ্ত আলোচনা করেন।'গল্পের জন্য'র কাজে উৎসাহী হয়ে এদিন লেখক, অধ্যাপক, গবেষক সহ তেরোজন নতুন সদস্য এই সংগঠনে যোগদান করেন। সভাপতি দুলাল ঘোষ পারিবারিক অসুস্থতা জনিত কারণে উপস্থিত থাকতে পারেননি। ফলত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহ-সভাপতি ড. গীতা দেবনাথ। কোষাধ্যক্ষ কবি সনজিৎ বণিক সামগ্রিক সুশৃঙ্খল আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।আরশিকথা ত্রিপুরা সংবাদ
২২ এপ্রিল ২০২৫